নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নিকলী হাওরে জেলেদের দুই নৌকার সংঘর্ষে এক জেলে নিখোঁজ হন। এ ঘটনার ৫ ঘণ্টা পর কাঞ্চন মিয়া (৩৬) নামে ওই জেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরেক জন।
আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে নিকলীর রোদার পুড্ডা হাওরে এই দুর্ঘটনা ঘটে।
কাঞ্চন মিয়া উপজেলার সাজনপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। অন্যদিকে আহত জেলের নাম হাছেন আলী। তিনি একই গ্রামের আহম্মদ আলীর ছেলে।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান জানান, বুধবার আনুমানিক সকাল সাড়ে ৮টায় নিকলীর রোদারপুড্ডা হাওরে দুটি জেলে নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকায় থাকা জেলে কাঞ্চন মিয়া পানিতে ডুবে নিখোঁজ হন। এ সময় আহত হন জেলে হাছেন আলী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থলেন একটু দূর থেকে দুপুর দেড়টার দিকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে। আহত একজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
Leave a Reply