বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে একটি বাসা থেকে রিভলভার ও গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসাটিতে ছাত্রদলের এক নেতা ভাড়া থাকেন বলে দাবি পুলিশের।
মঙ্গলবার মধ্যরাতে শহরের হারুয়া এলাকার মানিক ফকিরের গলির ওই বাসায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ।
ওসি দাউদ জানান, বাসাটির মালিক আব্দুল মালেক সেখানে থাকেন না, তার ছেলে ফারুক বাসাটির তত্ত্বাবধান করেন। তার কাছ থেকে বাসাটি ভাড়া নিয়েছেন গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তাকবির উদ্দীন রকিব।
রকিব স্থানীয় যুবলীগ নেতা এ কে এম ইউসুফ মনি হত্যা মামলার আসামি এবং হারুয়া এলাকার মৃত আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে।
ওসি বলেন, “গোপন সংবাদের জানতে পারি- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রকিব অরাজকতা সৃষ্টির জন্য কার্যক্রম পরিচালনা করছেন। সেজন্য বাসাটি ভাড়া নিয়ে সহযোগীদের নিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র তৈরি ও মজুদ করছেন তিনি।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার লোকজন লাইট বন্ধ করে পালিয়ে যায়। পরে পুলিশ দেয়াল টপকে ভিতরে ঢুকে দুই ঘণ্টার অভিযানে বাসাটি থেকে ৬ বোরের একটি বিদেশি রিভলভার, একটি গুলি, চাইনিজ কুড়াল, ছোরা, রামদাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ছাড়া ইয়াবা সেবনের সরঞ্জাম, মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
তাকবির উদ্দীন রকিব গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।
ওসি দাউদ আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়াদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply