নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে নানা আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোভাযাত্রার মাধ্যমে রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)-এর নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থা পুষ্পস্তবক অর্পণ করেছে।
এরপর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবন থেকে বিটিভিতে প্রচারিত রাসেল দিবসের অনুষ্ঠান জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রদর্শন করা হয়। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল প্রমুখ।
শেষে শিশু একাডেমি কর্তৃক শিশুদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply