শাফায়াত নাজমুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি নাইন সেট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর সুযোগ্য কন্যা ও বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম’র ছোট বোন কিশোরগঞ্জ
-১(সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি।
বুধবার (১৮ অক্টোবর) গুরুদয়াল সরকারি কলেজ মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিনের সভাপতিত্বে সাংবাদিক ও সমাজসেবক হাজী আবু সাইদ এবং দি আকিব টেড্রার্সের স্বত্বাধিকারী মনিরুল হক আকিবের সঞ্চালনায় উক্ত ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো: পারভেজ মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো: আব্দুস সাত্তার, কিশোরগঞ্জ শহর আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আফাজ উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মো:ফজলুল হক মুকুল, সদস্য সচিব মিহির লাল বসাক।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ডা.মো:সিদ্দিক হোসাইন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গনি ঢালী লিমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক বুখারী শরীফ, সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান শিপন সহ বিপুল সংখ্যক ক্রীড়া মোদী ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক আহ্বায়ক গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রলীগ ও সাবেক আইন সম্পাদক কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সাইদুর রহমান সজল ।
Leave a Reply