বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ও সান্তাহার প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মনসুর আলীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। দূর্বৃত্তদের উপুর্যুপরি ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন।
গতকাল বুধবার (১৮ অক্টোবর) রাতে পেশাগত কাজ শেষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি নামক স্থানে দুর্বৃত্তরা পথরোধ করে এলোপাতাড়িভাবে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে হত্যার চেষ্টা করে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন। বর্তমান তিনি বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে সাংবাদিক মনসুর আলীর উপর হামলাকারীদের খুঁজে বের করে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
Leave a Reply