কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন বিষয়ক ও ভিশন-২০-৪১ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে গ্রাম পর্যায়ে উঠান বৈঠক করছেন সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার ৫নং যশোদল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ধলিয়ারচর বঙ্গবন্ধু ক্লাবের সামনে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ।
এছাড়াও অনুষ্ঠিতব্য এ উঠান বৈঠকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: ফরিদ আহম্মদ, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের তৃণমূলের আওয়ামী নবীন-প্রবীণ বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply