1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

বেলাবতে প্রবাসীকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার পড়েছে

বেলাব প্রতিনিধিঃ

নরসিংদীর বেলাবতে সাইদুল ইসলাম মিঠুৃন নামে এক প্রবাসীকে পরিকল্পিত ভাবে হত্যা চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নিলক্ষীয়া’ ও গ্রামবাসী।

শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া বাজারের ‘এসো গড়ি নিলক্ষীয়া’ নামে একটি সামাজিক সংগঠন ও এলাকাবাসীর উদ‍্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর বিকালে নিলক্ষীয়া গ্রামের মৃত আ. রহমানের ছেলে প্রবাসী সাইদুল ইসলাম মিঠুন বাড়ির পাশে মরাখলা কাশবনের পাশে ঘুরতে যায়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সল্লাবাদ ৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার অনুফা বেগমের নেতৃত্বে তার ছেলে জাহিদ হোসেন জীবন, স্বামী আব্দুল সেলিম এবং দেবর আব্দুল হেলিম ও ভাসুর নান্নু মিয়া দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রবাসী মিঠুনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে শুরুতর আহত করে। এসময় মিঠুন মারা গেছে ভেবে তারা কাশবনে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় আহত মিঠুনকে উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হতে থাকলে মিঠুনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বর্তমানে মিঠুনের অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় গত ৮ অক্টোবর প্রবাসী মিঠুনের বড় ভাই মো. রফিকুল ইসলাম উপরোক্ত আসমীসহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামী করে বেলাব থানায় ১৪৩/৩২৩/ ৩২৫/ ৩২৬/৩০৭/৫০৬/১১৪ ধারা উল্লেখ করে একটি মামলা রুজু করেন। যার বেলাব থানায় মামলা নং ০৪/২৩।]মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক রয়েছে।

আহত মিঠুনের বড় ভাই রফিকুল ইসলাম বলেন,পূর্ব শক্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য অনুফা তার স্বামী দেবর ভাসুর ও ছেলেকে নিয়ে আমার ভাইকে এলাপাথারী কুপিয়ে আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। এ ঘটনায় জড়িতরা যেন দৃষ্টান্তমূলক বিচার পায় সেজন্য মানববন্ধন করা হয়েছে।

সল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন স্বপন বলেন,যারা এ ঘটনা ঘটিয়েছে তারা অত্যান্ত খারাপ চরিত্রের মানুষ। প্রবাসি মিঠুনকে তারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এসো গড়ি নিলক্ষীয়া সংগঠনের পক্ষ থেকে আহবায়ক ইব্রাহীম খলিল বলেন,প্রবাসী মিঠুনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারাত্মক ভাবে কুপিয়ে আহত করেছে। আমরা চাই এ ঘটনার সাথে যারা জড়িত তাদের যেন দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করা হয়।

এদিকে ঘটনার এতোদিন গত হলেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় শুক্রবার স্থানীয় ‘এসো গড়ি নিলক্ষীয়া’ সংগঠন ও এলাকাবাসীর পক্ষ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

এব‍্যাপারে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য বেলাব থানা পুলিশ চেষ্টা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST