শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার নবনির্মিত স্বল্প যশোদল-জিনারাই (সেলফি) সড়ক এর শুভ উদ্বোধন করা হয়েছে ৷
বৃহস্পতিবার স্বল্প যশোদল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর কন্যা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি ।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আব্দুস সাত্তার, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা:মাছুমা আক্তার , যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ, সদর উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মো:মোজাম্মেল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, জেলা স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো:শরীফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগ এর সদস্য রাশিদা খানম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, যশোদল ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুল হাসান, যশোদল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান আলামিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ, যশোদল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মীর রনি সহ ওয়ার্ড আওয়ামী লীগ এর এর সভাপতি,সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,স্থানীয় নেতাকর্মীবৃন্দ ও এলাকাবাসী। পরে তিনি একই ইউনিয়নের বীরদামপাড়া গ্রামে জিপিএস সড়ক ভায়া লিয়াকত আলী মাস্টারের বাড়ির সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রত স্থাপন ,গণসংযোগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের লিফলেট বিতরণ করেন ৷
পরে তিনি বিকেলে হাজী মমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজে বন্যাশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রাপ্ত স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ৷ একই স্থানে এমপি প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ , গণসংযোগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে ৷
একইদিন তিনি নীলগঞ্জ বাজার মসজিদ সংলগ্ন ঘুষ বাড়ি সড়কের উন্নয়ন কাজের ভিত্তির স্থাপন, গণসংযোগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন ৷ একইদিন তাহের কেরানির বাড়ির প্রাঙ্গনে এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বৈঠক করেন ৷ উঠান বৈঠক শেষে তিনি গণসংযোগ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ করেন জনসাধারণের মাঝে ৷ এ সময় তার সাথে স্থানে আওয়ামীলীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ৷
Leave a Reply