নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ডিবি পুলিশের অভিযানে ১শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকাল সোয়া তিনটায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় ভৈরব থানাধীন শ্রীনগর সাকিনস্থ জৈনক চাদু মিয়া (৪২) এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মাহাতাব মিয়া (৫৫), পিতা- মৃত একরাম হোসেন, সাং- শ্রীনগর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে।
এ সময় আসামির হেফাজত থাকা সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ৩.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply