বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি, আওয়ামীলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশের ছুড়াঁ টিয়ারগ্যাসে আহত চা দোকানদার আশিক মিয়া (৫৫) ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত আশিক মিয়া পৌর শহরের গাছতলাঘাট এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে।
আজ বুধবার (১ নভেম্বর) সকাল ১০টায় কমলপুর মাদ্রাসায় জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিএনপি-জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের প্রথমদিন মঙ্গলবার সকাল ৮টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মুসলিমের মোড় ও গাছতলাঘাট এলাকায় পুলিশের ছুঁড়া টিয়ারগ্যাসে চা বিক্রেতা আহত হন। এ ঘটনায় ইটপাটকেলের আঘাতে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ উভয় পক্ষের ১০জন আহত হয়।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় আশিক মিয়া গাছতলাঘাট এলাকায় রাস্তার পাশে নিজ বাড়িতে চায়ে দোকান খুলে চা বিক্রি করেন। হঠাৎ পুলিশ- বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘঠিত সংঘর্ষে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেন। এ সময় অতিরিক্ত গ্যাসে আশিক মিয়া গুরুত্বর আহত হয়। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক আশিক মিয়াকে বাজিতপুর ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তির পর রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহতের বোন জামাই সহিদ মিয়া জানান, মঙ্গলবার সকাল আটটায় পুলিশের ছুঁড়া টিয়ারগ্যাসে আশিক মিয়া আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সকাল ১০টায় ডাক্তার তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। আর্থিত সংকটের কারণে আশিক মিয়াকে বাজিতপুর ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। আশিক মিয়া হার্টের রোগী ছিলেন। টিয়ারগ্যাসে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রাত ৮টায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তবে বিএনপির দাবি, নিহত চা বিক্রেতা আশিক মিয়া বিএনপির কর্মী ছিলো। ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম জানান, নিহত আশিক মিয়া ৭নং ওয়ার্ড বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলো। মঙ্গলবার সকালে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের নিক্ষেপ করা টিয়ারগ্যাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।
এ বিষয়ে ভৈরব সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, টিয়ারগ্যাসে মৃত্যু হয়েছে এ বিষয়টি জানা নেই। তবে যদি এমন কোন ঘটনা হয়ে থাকে তা ডাক্তারের দেয়া রিপোর্টে জানা যাবে।
Leave a Reply