নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ১৪৫ (একশত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ জেলা সদর থানা এলাকা হতে ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম (৪৫), পিতা- আব্দুল খালেক মিয়া, সাং- গুপদিঘি, থানা- মিঠামইন ও সিরাজ উদ্দিন (৩৭), পিতা- নবী হোসেন, সাং- দক্ষিণ গবিন্দপুর, থানা- হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) মোঃ রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ সদর থানাধীন হযরতনগর সাকিনস্থ বাসা নং-৮৪৬ কলেজ ফিশারী লিংরোড জনৈক ইকবাল হোসেন এর ত্রিত্বয় ভবনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১৪৫ (একশত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত দুইজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply