কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইন উপজেলায় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের ঐচ্ছিক তহবিলের ৯০ হাজার টাকার অনুদানের চেক পেলেন মিঠামইনের ১৮জন।
আজ সোমবার দুপুরে মিঠামইন রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়ার সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
অনুদানের চেক বিতরণে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সমীর কুমার বৈঞ্চব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান শরীফ কামাল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার প্রমুখ।
Leave a Reply