নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা বিভাগীয় কমিশনার কিশোরগঞ্জ সফর করেছেন। এ সময় কিশোরগঞ্জ “সার্কিট হাউসের সংস্কার কাজ ও লিফট” এবং সদর উপজেলায় উপজেলা কমপ্লেক্সে স্থাপিত “উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘর ” এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।
সোমবার (১৩ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা সফরকালে সদর উপজেলা পরিদর্শন কালে উপজেলার বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। এরপর মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।
এরপর বিভাগীয় কমিশনার মহোদয় নিকলী উপজেলায় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন, কিশোরিদের মাঝে বাইসাইকেল ও গাছের চারা বিতরণ করেন এবং মজলিশপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. মো. জিল্লুর রহমান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ উল্লাহ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
Leave a Reply