নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় বালুভর্তি ট্রলির চাপায় পৃষ্ঠ হয়ে সুজয় সুইপার (১০) নামের ১টি ছেলের মৃত্যু হয়েছে। সে ঋষি পাড়ার মন্তুোষ সুইপারের ছেলে।
আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়েন১১ টায় ইটনা নতুন বাজারে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। বালু ভর্তি একটি ট্রলির চাপায় পৃষ্ঠ হয়ে ঋষি পাড়ার মন্তুষ ঋষির ছেলে সজয়(১০) ঘটনাস্থলেই মারা যায়।
বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই বাজারের মধ্যে দিয়ে ইট বালু ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণভাবে টলি গাড়ি দিয়ে মালামাল আনা নেয়া করে। এতে বহুবার এমন দূর্ঘটনায় অনেকেই ইতিপূর্বে আহত হয়েছে একাধিক মানুষ।
ইটনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির রব্বানী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টলি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উক্ত স্থানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply