কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ শ্রীমতি শিউলি রাণী সরকার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। তিনি উপজেলার ভীমপুর ইউনিয়নের তেজপাইন গ্রামের পরিতোষ চন্দ্র সরকারের স্ত্রী।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ভীমপুর ইউপি সদস্য বিপুল কুমার জানান, তাদের সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে। মঙ্গলবার বিকেলে শিউলিকে তার নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনেরা আহাজারী শুরু করেন। এতে প্রতিবেসীরা ছুটে এলে তিনি বেঁচে আছেন মনে করে দ্রুত দড়ি কেটে তাকে নিচে নামান। পরে পুলিশে খবর দেয়া হয়।
নওহাটা মোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
Leave a Reply