নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৯ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
করিমগঞ্জ-তাড়াইল সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন ফরম সংগ্রহকারী ১৯ জন হলেনঃ প্রফেসর ডাঃ আ ন ম নৌশাদ খান, বীরমুক্তিযোদ্ধা ডাঃ মাহাবুব ইকবাল, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুল হক, ব্যারিস্টার গোলাম কবির ভূঞা, মোঃ নাসিরুল ইসলাম খান (আওলাদ),বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়া, এডভোকেট মোজাম্মেল হক মাখন, মেজর (অবঃ) নাসিমুল হক,ড.আনিছুর রহমান আনিছ, মাহফুজুল হক হায়দার, আলহাজ্ব এরশাদ উদ্দিন,এমরান আলী ভূঁইয়া, হাজী আব্দুল কাইয়ূম, আমিরুল ইসলাম খান, ড. শহিদুল ইসলাম, প্রভাষক শামীম আহমেদ,দিলওয়ার হোসেন মঞ্জু,মাজহারুল ইসলাম হিমেল, মাসুদ খান।
আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ-তাড়াইল উপজেলার জনগনের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে প্রতিনিয়ত উঠান বৈঠক, কর্মীসমাবেশ ও মোটারসাইকেল শোভাযাত্রসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবীত করে চলেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।
উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট করিমগঞ্জ-তাড়াইল গড়তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের করিমগঞ্জ তাড়াইল-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য অনুরোধ করে চলেছেন তারা । তৃণমূলের কর্মী সমর্থকরাও তাদের দলীয় প্রতিক নৌকা মার্কা নিয়ে আশা করে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত একজনকে মনোনয়ন প্রদানের দাবি।
যদিও আসনটি বর্তমানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জোটবদ্ধ ভাবে নির্বাচন করে তার আসনটিকে নিজের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হয়েছেন বলে জাতীয় পার্টি মনে করছেন।
Leave a Reply