নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় শহরের কিশোরগঞ্জ থানাধীন মনিপুরঘাট সাকিনস্থ মনিপুর ঘাট ব্রিজের উপর অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি আভিযানিক টিম।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নি) মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মোঃ রাজিব মিয়া (২৭) পিতামৃত-নূর ইসলাম সাং- করমূলী বাজার, থানা-কিশোরগঞ্জ, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে।
এসম আসামির হেফাজতে থাকা সর্বমোট ৪০০(চারশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করে।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply