1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

ভোট বর্জনের প্রতিবাদে নির্বাচনে অংশগ্রহণ করছি-মেজর অব. আখতারুজ্জামান

  • প্রকাশের সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১২২ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

নির্বাচনে ভোট বর্জনের সিদ্ধান্ত ‘ভুল’ উল্লেখ করে কিশোরগঞ্জ-২ আসনে ভোটে অংশ নেওয়ার ঘোষণা দিলেন ১৯৯১ সালে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর অব আখতারুজ্জামান।

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে একাধিকবার নেতিবাচক বক্তব্য দেওয়া এই নেতা এই ঘোষণা দিয়ে বলেছেন, “তারেক রহমান যে সিদ্ধান্ত (ভোট বর্জন) নিয়েছেন সেটি ভুল। তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গচিহাটা কলেজ মাঠে এক মতবিনিময় সভায় বিএনপির সাবেক এই এমপি জানান, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন।

১৯৯১ সাল থেকে পাঁচটি জাতীয় নির্বাচনে ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়াই করেন আখতারুজ্জামান।

এই মত বিনিময়ে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের সমালোচনা করলেও আবার তাদের নামে শ্লোগানও দেন।

আখতারুজ্জামান বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। দলটি কোনো অবস্থাতেই নির্বাচন বয়কট করতে পারে না। সব পরিস্থিতিতে বিএনপিকে নির্বাচনে আসা উচিত। আজকে বিএনপির নেতৃত্বে যারা আছেন তারা দলটির গঠনতন্ত্রকে অস্বীকার করছেন। আর এ জন্যই আজকে আমাকে নির্বাচনে দাঁড়াতে হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, আগামীদিনে যদি কেউ বলেন, তারেক রহমানের ভুল ছিল, তাহলে আমি যেন বলতে পারি, কথাটি আমি আগেই বলেছিলাম। এই ভুলটি সময় থাকতেই বলেছিলাম।

এই মত বিনিময়ে নিজেকে বিএনপির একজন নেতা হিসেবেই উপস্থাপন করেন আখতারুজ্জামান। তিনি বলেন, এক দফার আন্দোলনে ‘আমরা হেরে গেছি’। আমাদের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা এখন জেল-জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে আমি স্বতন্ত্র হলেও নির্বাচন করে প্রতিবাদ জানাব।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ নিয়ে তিনি বলেন, সরকারের কাছে হেরে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চ ছেড়ে চলে গেলেন। তিনিই বলেছিলেন ২৮ তারিখ ফাইনাল খেলা। খেলা হলো না। আমরা এ যুদ্ধে হেরে গেলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST