নিজস্ব প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনে মনোনয়ন প্রত্যাশী বর্তমান সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক পুনরায় নৌকার মনোনয়ন পেলেন।
রবিবার (২৬ নভেম্বর) সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এদিন বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে কিশোরগঞ্জ ৪ এ পুনরায় নৌকা প্রতীক তুলে দেওয়া হয় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সুযোগ্য সন্তান সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক এর হাতে।
আ.লীগ দলীয় মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হয়ে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি হাওর টাইমসকে বলেন, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে নৌকার প্রতীক দিয়ে পুনরায় আমার উপর আস্থা রেখেছেন।
কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম এই তিন উপজেলার প্রতিটি মানুষের কাছে দোয়া চাই এবং নৌকা মার্কায় ভোট চাই। এখন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হবে।
ইনশা’আল্লাহ পুনরায় এই আসনে নৌকার বিজয় নিশ্চিত হবে। এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ করেছে তিন উপজেলার আ.লীগ নেতাকর্মী ও সাধারণ ভোটার গণ।
একই সাথে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি’কে অভিনন্দন জানিয়েছে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
Leave a Reply