নিজস্ব প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা এ্যাড.মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রির্টানিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, দেশ ও মানুষের উন্নয়নে কাজ করাই জাতীয় পার্টির লক্ষ্য। আগামীতে দেশের মানুষ উন্নয়ন করার সুযোগ করে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মুজিবুল হক বলেন, এখনো বিএনপি যদি নির্বাচনে আসে, নির্বাচন কমিশনকে অনুরোধ করব যেন সময় বাড়িয়ে দেয়। আমরা একটা ভালো নির্বাচন চাই সবাইকে নিয়ে।
জাতীয় পার্টির মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রওশন এরশাদকে রাজনৈতিক উপদেষ্টা বলে যিনি দাবি করেন, তিনি জাতীয় পার্টির কোনো সদস্যই না। তাই সে সহ কয়েকজনকে ফরম দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি।’
জাপার এই মহাসচিব জানান, তিনি ধারাবাহিকভাবে এলাকায় উন্নয়ন করেছেন, তাই তাড়াইল করিমগঞ্জের মানুষ তার অপেক্ষায় আছেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
এর আগেও জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে টানা ৩ বার এমপি নির্বাচিত হন।
Leave a Reply