মোঃ নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনে এমপি পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বিকেল পর্যন্ত তিনজন প্রার্থীই তাদের মনোনয়ন দাখিল করেছেন।
এদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু ওয়াহাব মনোনয়ন পত্র জমা দিয়েছেন কিশোগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদের কাছে এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ নাসিম খাঁন মনোনয়ন পত্র জমা দিয়েছেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছাঃ দিলশাদ জাহানের কাছে।
এখানে উল্লেখ্য যে, অষ্টগ্রাম-ইটনা- মিঠামইন হাওরের এ তিনটি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৩৪ হাজার জন ও মোট ভোট কেন্দ্র ১৪৭টি।
Leave a Reply