হাওর টাইমস ডেক্সঃ
ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম আজ রোববার (৩ ডিসেম্বর ২০২৩ইং) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নরুল আমিন এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেছেন। এসময় বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভোক্তাপর্যা বোতলজাতকৃত এলপিজির ১২ কেজির দাম ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply