1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার

মেধাবীদের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করলেন “সিজিবি ফাউন্ডেশন “

  • প্রকাশের সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ বার পড়েছে

বেলাব প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “চলো গড়ি বেলাব” এর আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরিক্ষা ও শিক্ষা বৃত্তি-২০২৩ প্রদান করেন “চলো গড়ি বেলাব” অনলাইন সংগঠন।

গতকাল (২ ডিসেম্বর) শনিবার সকালে উপজেলার বেলাব টেকনিক্যাল স্কুলে বৃত্তি পরীক্ষা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। পরিক্ষায় উপজেলার ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৪৫ জন পরীক্ষার্থী।বেলাব উপজেলার বিভিন্ন এলাকার ৩৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহন করে। পরিক্ষা শেষে ৮ম শ্রেণীর ১০ জন ও নবম শ্রেণীর ১০ জন সহ মোট ২০ জনের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

“চলো গড়ি বেলাব” এডমিন এডমিন প্যানেলের সদস্য আতিকুর রহমান খোকন বলেন,”চলো গড়ি বেলাব” পরিবারের জন্য আজকের দিনটি অনেক আনন্দের। এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।

“চলো গড়ি বেলাব” এডমিন প্যানেল সদস্য তানভীর আহমেদ বলেন,আমাদের উক্ত সংগঠনটি সামাজিক সংগঠন, আগামীতে আরো ভালো কিছু দিতে পারবো বলে মনে করি।চলো গড়ি বেলাব প্রতিষ্ঠার পর থেকে বৃক্ষরোপণ, শিক্ষাবৃত্তি,মেধাবৃত্তি,শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড জড়িত।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবেনা। দেশ, দেশের স্বাধীনতা, মূ্ল্যবোধ, সারা বিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মননে থাকতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব। কখনও পিতা-মাতার মনঃকষ্টের কারণ হবানা। কারন, তারা সর্বোচ্চ দিয়ে তোমাদের মানুষ করেছে। তাদের ত্যাগ, তাদের পরিশ্রমকে কখনো অবমূল্যায়ন করবেনা।

পরীক্ষায় বেলাব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইয়েদুল আহমেদ খাঁন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন বেলাব সরকারি পাইলট মডার্ন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ, বাজনাব  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক।এন ভি এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হক।পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন চলো গড়ি বেলাব অনলাইন প্লাটফর্মের এডমিন প্যানেল সদস্য তানভীর হোসাইন ভূইয়া মোমেন, আতিকুর রহমান খোকন,আব্দুর রহমান বাংলা,সোহরাব হোসাইন,সাইফুল ইসলাম,মাহফুজ রাজু,এম কে সুমন, শরিফুল ইসলাম সানজিদুল ইসলাম রাজিব, মাসুম আলম, নূর মোহাম্মদ অভি,মাসুমা হক,শুভ আহমেদ, রিফাত, ইমন, সুজন, আল-মাশরাফি, মনিষা কবির, রবিনখান,আশরাফুল, বিজয়,রোকসানা,আফিয়াত, রিয়া’সহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST