কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ’ এর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। মামলা সংক্রান্ত কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা এ্যাড.মুজিবুল হক চুন্নু’র মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ -৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে মনোনয়ন জমা দেন ১০ জন প্রার্থী।গতকাল রবিবার সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে। সেখানে কিশোরগঞ্জ-৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র বাতিলরা হলেন, নাসিরুল ইসলাম খান আওলাদ (আওয়ামী লীগ), শামীম আহমেদ (স্বতন্ত্র), রুবেল মিয়া (স্বতন্ত্র) ও ব্যারিস্টার গোলাম কবীর ভূঁইয়া (স্বতন্ত্র)।
Leave a Reply