নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ২০২৪-সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফলের জন্য করনীয় বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৬ ডিসেম্বর) বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাড তারেক উদ্দিন আহমেদ আবাদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত ২০২৪-সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফলের জন্য করনীয় বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি এ্যাড,তারেক উদ্দিন আহমেদ আবাদ তার বক্তব্যে আসন্ন ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। আগামী দেড় মাস শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে সম্পর্ক ছিন্ন করে বইয়ে মনোযোগী হলে ভাল ফলাফল করা সম্ভব বলে তার ব্যক্তিতায় বলেন।
উক্ত মতবিনিময় ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, মোঃ গোলাপ মিয়া, আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম,বিদ্যালয়ের বিএসসি শিক্ষক সিরাজুল ইসলাম, অভিভাবকদের মধ্যে দৈনিক স্বাধীনমত এর জেলা প্রতিনিধি ও হাওর টাইমস সম্পাদক মোঃখায়রুল ইসলাম ভূইয়া, আমেনা আক্তার, শারমিন সুলতানা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply