নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলটসহ ১ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাত সোয়া আটটায় কিশোরগঞ্জ সদর থানাধীন চারুয়াকান্দি সাকিনস্থ চারুয়াকান্দি বাজারস্থ মো: ইউনুস (৪৩) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তা উপর অভিযান পরিচালনা ডিবি পুলিশ।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামি মো: মিলন (২৮), পিতা-মৃত সাদেক, সাং-বগাডুবি, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে। এসময় আসামির হেফাজতে থাকা সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করে।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply