বিশেষ প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দগন পরিবেশের মধ্য দিয়ে “কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতি”র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি আসাদুজ্জামান খান মনির ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ বিজয়ী হয়েছেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) শহরের জেলা পাবলিক লাইব্রেরী হল রুমে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দূর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যে ভোট গ্রহণ চলে। মাঝে দুপুরে জুম্মার নামাজের জন্য এক ঘন্টা বিরতি ছিল।
কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ) মোতায়েন করা হয়।প্রার্থী, কর্মী-সমর্থক এবং ভোটারদের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আতিকুর রহমান পিন্টু। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এহতেশামুল হুদা মুনাব্বী।এছাড়া প্রিজাইটিং অফিসার হিসেবে মো.মাহবুবুর রহমান এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন রেনু, বাবু অমল চন্দ্র রায়, হেমন্ত সরকার, ফেরদৌস আহমেদ ও মো.নিজাম উদ্দিন শাহীন দায়িত্ব পালন করেন।
কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৮৮ জন। এর মধ্যে ৪৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. আসাদুজ্জামান খান মনির (হারিকেন) ২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।সাধারণ সম্পাদক পদে মো. মাসুদুজ্জামান মাসুদ(ঘড়ি) ৩১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।অর্থ সম্পাদক পদে কলিম আহমেদ (ফুটবল) ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্যের ৪টি পদে বিজয়ী হয়েছেন জুনায়েদ হোসেন পিয়াস (মোমবাতি) ৩৭১ ভোট, আরিফুর রহমান আকিল (হাতি) ৩৪৫ভোট, সেলিম রেজা (মোরগ) ২৫১ ভোট,রফিকুল ইসলাম (কলস) ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply