1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২১ মে ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার

দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার ১২তম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলারগ বহুল প্রচারিত দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকাটি হাঁটি হাঁটি পা পা করে প্রায় দুই যুগে পদার্পণ করছে। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে পত্রিকাটি আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে সমবায়স্থ দৈনিক শতাব্দীর কন্ঠের কার্যালয়ে আনন্দঘন পরিবেশে সংবাদকর্মীদের নিয়ে ১২তম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের শুরুতেই পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায় ১৯৭১ সালের এই দিনে ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড- চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদেরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অহমেদ উল্লাহ। এ সময় তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন । তিনি বলেন, আমাদের পত্রিকাটি অবহেলিত জনপদের খবর বস্তু-নিষ্ঠার সাথে তুলে ধরে। নানা পত্রিকা ও সংবাদের ভিড়ে সৎ, নিষ্ঠাবান সাংবাদিকতার জন্য সকল জেলা – উপজেলার সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।

পত্রিকার সহকারী সম্পাদক প্রভাষক কায়সার আহমেদ লিংকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, প্রবীণ সংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি সুবীর বসাক, সাবেক সমবায় অফিসার কবি আবুল এহসান অপু, সহকারী সম্পাদক মো. শামছুল আলম সেলিম, বার্তা সম্পাদক আকবর খন্দকার, মফস্বল সম্পাদক শামসুল আলম শাহীন, সহকারী বিজ্ঞাপন ম্যানেজার আছমা আক্তার লাভলী প্রমুখ।

বক্তারা বলেন, সংবাদ পত্র সমাজ ও দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ প্রেরণে সকলকে আন্তরিক হতে হবে। সময়োপযোগী সংবাদ যে কোন এলাকার দৃশ্যপট পাল্টে দিতে পারে । তাই দেশের উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। সততা ও ন্যায় নিষ্ঠতার সাথে সংবাদ মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই মূল লক্ষ্য থাকা উচিত। কারো ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কাজ করা কোন পত্রিকার সাংবাদিকদের কাছে জনগন আশা করে না। জনগনের প্রত্যাশা পূরণ করার জন্য ও তাদের কথা বলার জন্যই দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকা কাজ করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন।

এছাড়াও সিনিয়র প্রতিবেদক রবীন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ, মো. আব্দুল কাদির, বিজয় ভুষণ কর রতন (মিঠামইন), অজয় কর্মকার, মো. কাঞ্চন শিকদার, মো. আবুল বাশার, মো. মাসুম মিয়া, হোসেন মাহবুব কামাল ও ঈশ্বরগঞ্জ প্রতিনিধি নীলকন্ঠ আইচ মজুমদার, করিমগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল আউয়াল, নান্দাইল প্রতিনিধি মো. আব্দুল রাজ্জাক, ইটনা প্রতিনিধি তাজুল ইসলাম ও শাহেদ আলী, পাকুন্দিয়া প্রতিনিধি আবু হানিফ, নিকলী প্রতিনিধি আব্দুর রহমান রিপন, তাড়াইল প্রতিনিধি রুহুল আমিন, গফরগাঁও প্রতিনিধি মো. ফজলুর রহমান, পাকুন্দিয়া প্রতিনিধি মো. ওমর ফারুক আকন্দ, তাসলিমা আক্তার মিতু প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে সকল প্রতিনিধিদের মধ্যে নতুন আইডি কার্ড, প্যাড ও কলম তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় জেলা কৃষক লীগের দফতর সম্পাদক দীপক দাস, স্টাফ রিপোর্টার শরফ উদ্দিন জীবন, সহকারী সার্কুলেশন ম্যানেজার বিলকিছ আক্তার আঁখি, কম্পিউটার অপারেটর সানজিদ আরা বৃষ্টিসহ পত্রিকার শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST