নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় যথাযোগ্য মর্যাদায় ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
এরপর সকল সরকারী, বেসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ভবন, দোকান-পাট, ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও স্বাধীনতা স্মারকে পুষ্পস্তাবক অর্পণ,পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পন করে।
এরপর ইটনা উপজেলা পরিষদ হেলিপ্যাড মাঠে ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী, উপজেলা সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীরমুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার স্থানীয় সাংবাদিকগণ মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা, শহীদ বীরমুক্তিযোদ্ধা ও বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে সংবর্ধণা অনুষ্ঠান করা হয়। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়
Leave a Reply