এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের সাথে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় শহরের শহীদ আইভি রহমান স্টেডিয়ামে ১০ ওভারের খেলায় টচে জিতে ব্যাটিং করেন উপজেলা প্রশাসন। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান করেন প্রশাসন। তার জবাবে সাংবাদিকরা ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করায় ম্যাচটি ড্র হয়।
৪৯ রান করে ম্যান অব দ্যা হন সাংবাদিক টিমের ক্যাপ্টেন রাফিউল আলম মঈন। এছাড়াও প্রশাসন টিমের ক্যাপ্টেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন করেন ৩২ রান।খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান।
এসময় উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকি বিল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন প্রমুখ।
সাংবাদিক টিমের সমন্বয়ক ছিলেন এসএ টিভির ভৈরব প্রতিনিধি সাংবাদিক খায়রুল ইসলাম।
Leave a Reply