মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে স্থায়ী কর্মচারী, দলিল লেখক ও নকল নবীশদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার অনুষ্ঠিত কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, দলিল লেখক ও নকল নবীশদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালায় কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রার এস,এম রুবেল পারভেজের সভাপতিত্বে ও দলিল লেখক মোঃ আল আমিনের সঞ্চানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা সাব-রেজিস্ট্রার নাহিদা ইয়াসমিন, পাকুন্দিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার জুয়েল মিয়া, বাজিতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মাহাবুৃব হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারন সম্পাদক মাইনুল হক মেনু, অফিস সহকারী, মোছাঃ হেনা বেগম, মোহরার মোছাঃ মুস্তারী বেগম শিউলী, মোছাঃ লতিফা বেগম ও টিসি মোহরার মোছাঃ আনোয়ারা বেগমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলিল লেখক ও নকল নবীশগণ।
অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রকারের দলিল বিষয়ে চলমান আইন ও নিময় কানুন সমন্ধে ব্যাপক আলোচনা করা হয়। প্রশ্নোত্তর পর্বে দলিল লেখক ও নকল নবীশগণ দলিলের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
Leave a Reply