মোঃ সুমন মিয়া, বিশেষ প্রতিনিধিঃ
অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৮ই ডিসেম্বর) সকালে ১১টায় পৌর এলাকার পাকুন্দিয়া পৌর সভার সাথে আঃ জব্বার ভূইয়া বিল্ডিং-এ এই শাখার এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিশ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার কিশোরগঞ্জ, বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া পৌর সভায় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান রাসেল, আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মোরাদ ইবনে হোসাইন বিডিএম, কিশোরগঞ্জ, রায়হান উদ্দীন, এ.আর.ও কিশোরগঞ্জ, এমএস আল-মামুন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দক্ষিণ চরটেকী (২) সঃপ্রাঃবিঃ, নূর মোহাম্মদ চান মিয়া মাস্টার প্রমুখ।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ মোনায়েম এজেন্ট ব্যাংকিং প্রোপ্রাইটর, পাকুন্দিয়া সহ পাকুন্দিয়া শাখার ব্যাংক কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ। এজেন্ট ব্যাংকিং পাকুন্দিয়া শাখার প্রোপ্রাইটর হলেন মোঃ মনোয়াম। উল্লেখ্য,এই শাখার মাধ্যমে গ্রাহকরা ব্র্যাক ব্যাংকে সঞ্চয়, টাকা উত্তোলন, জমা প্রদান করাসহ যে কোন ধরনের লেনদেন করতে পারবেন।
Leave a Reply