হাওরাঞ্চল প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম) আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন দলটির বর্তমান এমপি ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ’র বড় ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক।
তার বিপক্ষে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে মনে করছেন ভোটাররা। এ আসনে স্বতন্ত্র বা শক্ত কোনো প্রার্থী না থাকায় স্বস্তিতে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত সোমবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেন। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজওয়ান আহমেদ তৌফিক এমপি পেয়েছেন নৌকা প্রতীক। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আ. মজিদ (ডাব), কৃষক শ্রমিক জনতা লীগের মো. শরীফুল আহসান পিন্টু (গামছা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মো. জয়নাল আবদিন (আম), জাতীয় পার্টির মোহাম্মদ আবু ওয়াহাব (লাঙ্গল) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. নছিম খাঁন (মোমবাতি)।
আলোচিত প্রার্থীদের মধ্যে বর্তমান এমপি রেজওয়ান আহমেদ তৌফিক ছাড়া অন্য প্রার্থীরা ভোটাদের কাছে অপরিচিত। ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের
৭ নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মিয়া বলেন, নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় এমপি তৌফিকের বিপক্ষে স্বতন্ত্র বা শক্ত কোনো প্রার্থী নেই। এ আসনে আর যারা রয়েছেন তারা সবাই নতুন এবং অপরিচিত এমনকি বেশির ভাগলোকজন তাদের চেনেনও না। এর ফলে আমাদের এমপি তৌফিকের বিজয় অনেকটা সময়ের ব্যাপার।
ইটনা উপজেলা সদর এলাকার বাসিন্দা ভোটার এ বি মোহাম্মদ আলী খানঁ বলেন, এমপি তৌফিক সাবেক দুইবারের এমপি ছিলেন। এছাড়া তিনি একজন রাজনৈতিক পরিবারের সদস্য। তার প্রতিদ্বন্দ্বি বাকি যে প্রার্থীরা রয়েছেন তারা কোনো বিষয় না। যে কারণে তার বিজয় অনেকটা নিশ্চিত বলা যায়।
Leave a Reply