সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভার মঞ্চে বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ১৮ জন প্রার্থীই উপস্থিত ছিলেন। এর মধ্যে বক্তব্য দিয়েছেন ১৩ জন। তবে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, এমন অনেক নেতা মঞ্চে উপস্থিত ছিলেন। তবে তাঁরা কেউ বক্তৃতার সুযোগ পাননি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন নেতা জানান, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বিভাগে স্বতন্ত্র প্রার্থী হওয়া ১৫ জনের মধ্যে সাতজন মঞ্চে বসা ছিলেন। জনসভায় নৌকা প্রতীকের প্রার্থীদের পাশাপাশি অনেক স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও তাঁদের কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে আসেন। মঞ্চে থাকা আওয়ামী লীগের একজন নেতা জানান, দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা পাশাপাশি মঞ্চে বসা ছিলেন। প্রধানমন্ত্রী যখন মঞ্চে আসেন, তখন সবাই সালাম দেন। প্রধানমন্ত্রীও সবার সালাম হাসিমুখে গ্রহণ করেন। তবে কারও সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো আলাপ হয়নি।
Leave a Reply