সিলেট-১ (নগর-সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এখানে দলের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন (সিরাজ) স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এরপর মোমেন-মিসবাহের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে ‘আচমকা’ মনোনয়নপত্র প্রত্যাহার করে আলোচনা থামিয়ে দেন মিসবাহ নিজেই। এখন মোমেন অনেকটা খালি মাঠেই গোল দেবেন বলে মনে করছেন ভোটাররা।
আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী (ডাব) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আবদুল বাছিত (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে নৌকার প্রার্থী ছাড়া অন্যদের খুব একটা প্রচারণা আজ পর্যন্ত দেখা যায়নি।
Leave a Reply