কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনরায় (৭ম বার) ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর বিদ্যালয় শাখার বিদ্যালয় পরিদর্শক মোঃ মইনুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে তাঁকে সভাপতি করে ১০ সদস্য বিশিষ্ট কমিটির একটি পত্র জারি করা হয়। এতে পদাধিকার বলে প্রধান শিক্ষক সদস্য সচিব, সাধারণ শিক্ষক সদস্য ০২ জন, সাধারণ অভিভাবক সদস্য ০৪ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ০১ জন এবং দাতা সদস্য ০১ জন। পত্র অনুযায়ী আগামী দুই বছরের জন্য গঠিত কমিটির প্রথম সভায় একজন শিক্ষানুরাগী সদস্য কো-অপ্ট করার নির্দেশনা রয়েছে।
Leave a Reply