ফেসবুক থেকে সংগৃহীত-
# তাঁদেরকে বলতে হয় না, তাঁরা দীনের খেদমত করেন!
# তাঁদেরকে বলে বেড়াতে হয় না, তাঁরা মানবদরদী!
# বলতেও হয় না, তাঁরা শিক্ষা-স্বাস্থ্য-উন্নয়ন করেন।
# জানাতে হয় না, তাঁরা অনাথ, অসহায়, দীন-দরদির বন্ধু!
# বলেনও না, দলমতের উর্ধে তাঁরা সকলের আশ্রয়!
# তাঁদের কাছে মুসলিম, হিন্দু, খৃস্টান— সবাই সমান!
# তাঁরা চোখ বন্ধ করে সহায়তার হাত বাড়ান, যেন কেউ বঞ্চিত না হয়!
# অন্ধ, বিধবা, এতিমের জন্য তাঁরা সব ত্যাগ করলেও কেউ জানতে পারেন না!
# তাঁরা ধর্মের সুরক্ষা ও অধিকার রক্ষার জন্য কী করেন, তাও বলে-কয়ে বেড়ান না!
# মতের মিল নেই, এমন মতাদর্শের প্রয়োজনে সর্বোচ্চটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়লেও দিনশেষে কৃতিত্ব দেখান না!
# তাঁদেরকে কেউ অসম্মান করলে সেটি ভুলে গিয়ে উল্টো সম্মানিত করার সর্বোচ্চ চেষ্টা করেন!
‘ফুলতলী’ এমন-ই একটি পরিবার!
— সেই পরিবারকে আমি-আপনি, আমরা যথাযথ সম্মান দিতে না পারি, অন্তত অসম্মান যেন না করি।
— মতের মিল হয়নি বলে তাঁদের ক্ষতি করা বা অপকার করার চেষ্টা যেন না করি।
— তাঁদের সমালোচনা করার আগে আমার আত্মসমালোচনা করে নেয়া উচিৎ!
# আসুন, সম্মানিতকে সম্মান দিই। তাহলে আমরা নিজেরাই সম্মানিত হবো।
# বিবেকের কাছে প্রশ্ন করি, কী করা উচিৎ আমার? বাইরের পৃথিবী নানান মত দিলেও আপনার বিবেক কিন্তু আপনার সাথেই আছে! আপনাকে কল্যাণের পথ দেখাবেই!
(কপি – Salman Forid)
Leave a Reply