নিজস্ব প্রতিবেদক :: এবার নতুন বছরের শুরুতেই লোকগীতি (পল্লীগীতি) গানে বাংলাদেশ টেলভিশনে তালিকাভুক্ত হয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার কৃতি সন্তান সাব্বির আহমেদ শিশির। তিনি রাজশাহীর বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মোঃ লুৎফুর রহমানের পুত্র।
গত ৭ জানুয়ারী বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা থেকে প্রেরিত নথি- নং- বিটিভি/সঙ্গীত-১২ (অংশ-০৩)/অডিশন-গ্রেডেশন/২০২৩/৩৪-৩৫ স্বারকে সঙ্গীত শিল্পী নির্বাচনী পরিক্ষা-২০২৩ এর চুড়ান্ত পর্বের বাছাইয়ে লোকগীতি (পল্লীগীতি) আধুনিক গানের শিল্পী হিসাবে তাকে তালিকাভুক্ত করা হয়েছে।
এর আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে দেশ বরেণ্য লালনশিল্পী ফরিদা পারভীন, শফি মন্ডল ও কিরণ চন্দ্র রায়ের সঙ্গে একই মঞ্চে সাব্বির আহমদ শিশির গেয়েছেন ‘শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয়’।
এর আগে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় যন্ত্রসঙ্গীত’ পর্যায়ে দোতারা বাজিয়ে প্রথম হন এবং স্বর্নপদক লাভ করেন। এছাড়া একই বছর তিনি বাংলাদেশ স্কাউট থেকে জাতীয় পর্যায়ে ‘যন্ত্রসঙ্গীত’ বিষয়ে স্বর্ণপদক লাভ করেন সাব্বির আহমদ শিশির।তাছাড়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ‘লোকসঙ্গীত’ প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।
সাব্বির আহমদ শিশির এরই মধ্যে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রে লোকসঙ্গীত ও যন্ত্রসঙ্গীত বিভাগে ‘জুনিয়র আর্টিস্ট’ তালিকাভুক্ত ছিলেন। ২০০৫ সালের ১৩ এপ্রিল জন্ম নেওয়া সাব্বির আহমদ শিশির বাউল গানের জগতে এখন পরিণত শিল্পী। তার গানের ভক্তরা এপার বাংলা- অপার বাংলা সহ প্রবাসী বাঙালীরাও।
সাব্বির আহমদ শিশির রাজশাহীর বাঘা উচ্চ বিদ্যালয় এসএসসি পাশ করে এখন রাজধানীর নটরডেম কলেজে লেখাপড়া করছেন। এর পাশাপাশি তার সপ্ন তিনি সকলের দোয়ায় ও ভালবাসায় ‘দোতারা বাজিয়ে’ বাউল ঘরানার গান নিয়ে বহুদূর যেতে চান।
Leave a Reply