অনলাইন ডেস্ক :: সিলেট-৫ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে শোকজ খেয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী।
সোমবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। এর আগে রবিবার (৭ জানুয়ারি) রাতে নির্বাচনের ফল ঘোষণার পর হুছামুদ্দিন চৌধুরীর বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা।
ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে সমালোচনা শুরু করেন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এ অবস্থায় সোমবার রাত ৯টার দিকে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক পত্রে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করেন। আগামী পাঁচ দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী দলের গঠনতন্ত্র না মেনে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
Leave a Reply