ইতালী প্রতিনিধি : : বাংলাদেশ সোশ্যাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাদোভা ইতালি কমিটির সাধারণ সম্পাদক, বৃহত্তর সিলেট পাদোভার সভাপতি, কানাইঘাটের ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ছতিপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাহীন আহমেদ এর স্ত্রী কামরুন নাহার নিম্মি আজ শুক্রবার (১২ জানুয়ারী) বাংলাদেশ সময় দুপুর ০২ ঘটিকায় ইতালী সময় সকাল ৯.৩০টায় Ospedale di Castelfranco Veneto এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এদিকে শাহীন আহমেদ এর স্ত্রী কামরুন নাহার নিম্মি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জিসান টিভির ইতালী প্রতিনিধি মোঃ জবরুল ইসলাম।
Leave a Reply