1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার

ফ্যাটি লিভার কি না বুঝে নিন ৩ লক্ষণেই

  • প্রকাশের সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ বার পড়েছে

শরীরে চর্বি জমছে। আর দ্রুত বেড়ে চলেছে ওজন। আর কিছু বুঝে ওঠার আগেই নানা রোগ বাসা বাঁধছে দেহে, এমনই একটি রোগ হলো ফ্যাটি লিভার। লিভারে খাবার হজম করার জন্য গুরুত্বপূর্ণ উৎসেচক তৈরি হয়। সেই লিভারেই চর্বি জমতে পারে অনিয়মিত জীবনযাপন ও স্থূলতায় ভোগার কারণে।

বর্তমানে চিকিৎসকরা দুরকম ফ্যাটি লিভারের কথা বলেন। এর মধ্যে একটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অন্যটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। মদ্যপান না করলেও অনেকে ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন। আর সেই সমস্যাকেই বলা হয় ননঅ্যালকোহলিক ফ্যাটি লিভার। এ ধরনের লিভারের সমস্যায় কী কী উপসর্গ দেখা দেয় জেনে নিন-

ক্লান্তি

ঘন ঘন ক্লান্তিভাব আসে। কাজ করতে বসলেও এনার্জি থাকে না। এমনকি কখনো কখনো কাজ করতেও ইচ্ছে করে না। আবার মাঝে মধ্যেই শরীর দুর্বল হয়ে পড়ে। কাজ করতে করতে হাঁফ ধরে যায়। ক্লান্তিভাবের এই উপসর্গগুলো দেখা দেয় ফ্যাটি লিভার হলে।

পেটের ডানদিকে ব্যথা

মাঝে মধ্যেই পেটে হালকা ব্যথা হয়? বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যথাকে অনেকে গ্যাস বা অ্যাসিডিটির ব্যথা বলে মনে করেন। তবে এই ব্যথা লিভারের সমস্যার কারণেও হতে পারে। বিশেষ করে ফ্যাটি লিভার থাকলে এই ব্যথা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। লিভার বুকের ডানদিকে থাকে। চিকিৎসকের কথায়, পেটের এই অংশেই ব্যথা অনুভূত হতে থাকে। তবে ফ্যাটি লিভার প্রাথমিক স্তরে থাকলে সেই ব্যথা ততটা হয় না।

টান অনুভব করা

ফ্যাটি লিভারে লিভারের আয়তন পাল্টে যেতে থাকে। আকারে বাড়তে থাকে অঙ্গটি। এর ফলে মাঝে মধ্যেই পেটে টান ধরতে পারে। এই টানও ফ্যাটি লিভারের অন্যতম লক্ষণ। অনেকের ক্ষেত্রে ফ্যাটি লিভার উপসর্গহীনও হতে পারে। রোগের প্রাথমিক পর্যায়ে এই উপসর্গগুলো দেখা যায় না। আর এ কারণে রোগটি ধরা পড়ে না। বরং যখন ধরা পড়ে, ততক্ষণে রোগটি অনেকটাই গেড়ে বসে শরীরে।

তাই উপসর্গগুলোর একটিও দেখা গেলে সতর্ক হওয়া উচিত। চিকিৎসকের কথায়, এই রোগ আল্ট্রাসোনোগ্রাফি করলে ধরা পড়ে। লিভার ফাংশন টেস্টেও রোগটি ধরা পড়ে। তাতে দেখা যায় উৎসেচকগুলো বেড়ে গিয়েছে। তখনই বোঝা যায় ফ্যাটি লিভার হয়েছে।

সূত্র: এবিপি লাইভ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST