অনলাইন ডেস্ক :: এপেক্স ক্লাব অব সিলেট এর সেবা কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল সোমবার শাহ মাদানী (রহ.) সিরাজিয় হাফিজিয়া মাদ্রাসা, মাদানীবাগ শীতবস্ত্র বিতরণ করা হয়। কয়েকদিনের শীতের তীব্রতাকে উপলব্দি করে সিলেটে বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করে আসছে এপেক্স বাংলাদেশের অন্যতম এই ক্লাবটি।
এপেক্স ক্লাব সিলেট এর সভাপতি এপেক্সিয়ান মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে আজকের এই সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের জননন্দিত কাউনসিলর আজাদুর রহমান আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, জেলা গর্ভনর এপেক্সিয়ান এডভোকেট জালাল উদ্দীন, অতীত জেলা সভাপতি এপেক্সিয়ান বাবুল মিয়া, অতীত সভাপতি এপেক্সিয়ান এমদাদুর রহমান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এপেক্সিয়ান আহমেদ সুলাইমান, এডভোকেট নূর আহমেদ, সিনিয়ন ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান শেখ সাব্বির আহমেদ, এপেক্সিয়ান জিয়াউল হক বাপ্পী, এপেক্সিয়ান জুলফিকার আলীসহ আরো অতিথিবৃন্দ।
Leave a Reply