নিজস্ব প্রতিবেদন :: কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মরত দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট- ০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, ওসি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে উপজেলার সুধীজনের কাছথেকে সম্মননা ক্রেষ্ট গ্রহণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
Leave a Reply