অনলাইন ডেস্ক :: সিলেট জেলা পুলিশ লাইন্সে ব্যাডমিন্টন ইনডোর গ্রাইন্ডের শুভ উদ্বোধন করা হয়। গত শনিবার সন্ধ্যায় পুলিশ লাইনে “এসপি কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৪” এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, এমপি।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: জাকির হোসেন খান, পিপিএম-সেবা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জামাল উদ্দিন ভূঞা। এডিসি জেনারেল মোবারক হোসেন এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীসহ অন্যান্য বক্তাগণ।
Leave a Reply