অনলাইন ডেস্ক :: আগামী ২১ফেব্রুয়ারী বুধবার দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট সিলেট’র বার্ষিক ওয়াজ মাহফিল সফলের লক্ষ্যে মাদরাসার জেনারেল কমিটির এক সাধারণ সভা আজ সোমবার সকাল ১১টায় শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. এর পুণ্যস্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম জামেয়া মিলনায়তনে জেনারেল কমিটির সভাপতি মাওলানা ইসমাইল সাহেবের সভাপতিত্বে এবং জামেয়ার নাইবে মুহতামিম, শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরীর পরিচালনায় অনুষ্টিত হয়।
অধিবেশনে দিক নির্দেশনা মুলক নাসিহাহ পেশ করেন জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী হাফিজাহুমুল্লাহ। বক্তব্য রাখেন মাদরাসার নাযিম আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, কানাইঘাট পৌর সভার মেয়র মো. লুৎফুর রহমান, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মশতাক আহমদ পলাশ, মো. জয়নাল আহমদ, মো.মামুনুর রশিদ চৌধুরী, মৌ. হাবিব আহমদ, হাজ্বী কেরামত আলী, মো. আলমাছ উদ্দিন চৌধুরী, মৌ.হাবিবুর রহমান, মাষ্টার মহররম আলী, আব্দুল ওয়াহিদ, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকীম শামীম, ক্যাশিয়ার মো. নজির উদ্দিন প্রধান, মো.নাজমুল ইসলাম হারুন, মো. আব্দুল জলিল, মো: মাহফুজ আহমদ, মাওলানা ফইয়াজুদ্দীন, মাওলানা রফিক আহমদ, মাওলানা আনিছুল হক, মো. মাশুক আহমদ, হাজ্বী আব্দুল লতীফ, মাওলানা বশীর আহমদ, মো.শাহজাহান, মো. আফতাব উদ্দিন মেম্বার, মো. বিলাল আহমদ কমিশনার, মো. ফখরুল ইসলাম, মো. মঈন উদ্দিন মেম্বার, মো. নুরুল হক, মো. আব্দুল ওয়াহিদ, মো: হামীদুল হক, মাওলানা শাহজাহান, মাষ্টার মুদরিছ আলী, মাওলানা নুরুদ্দীন, মৌ. এবাদুর রহমান, ডা: মো. শামসুদ্দীন, মাওলানা আনোয়ার হোসাইন, মো. তফজ্জুল আলী, জনাব মাওলানা আব্দুল কুদ্দুস, হাজ্বী মাওলানা নজীর আহমদ, আব্দুশ শাকুর প্রমুখ।
অধিবেশনে ব্যাপক আলোচনা পর্যালোচনা করে আগামী ২০২৫ সালের জন্য ২৯ জানুয়ারি মোতাবিক ১৬ মাঘ ১৪৩১ বাংলা, ২৮ রজব ১৪৪৬ হিজরী বুধবার মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল এর তারিখ নির্ধারণ করা হয়।
এদিকে মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস খলিফায়ে বায়মপুরী এবং পূর্ব সিলেট এদারার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী হাফিজাহুমুল্লাহ উল্লেখিত তারিখের প্রতি লক্ষ্য রেখে নিজ নিজ মাদরাসার বার্ষিক জলসার তারিখ নির্ধারণ করার জন্য সিলেটের মাদরাসা সমুহের হযরাত মুহতামিম মহোদয় গনের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply