অনলাইন ডেস্ক :: কানাইঘাট-জকিগঞ্জ (সিলেট-০৫) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন এমপি‘র সাথে গতকাল সোমবার এক সৌজন্যে সাক্ষাৎ করেন কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এম তমিজ উদ্দিন।
সৌজন্যে সাক্ষাতে এমপি’র সাথে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন এবং বিশেষ ভাবে লোভাছড়া পাথর কোয়ারী নিয়ে আলাপ আলোচনা হয়।
এসময় সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন এমপি কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারীর সৃষ্ট সমস্যা সমাধানের জন্য অতি শীগ্রই প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এছাড়াও অত্র ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিকতা প্রকাশ করেন।
Leave a Reply