অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাটে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ শুরু হয়ে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় শেষ হয়।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটান সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে দুই গ্রুপে খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ে “শিক্ষক, ইমাম, পুরোহিত, উপ সহকরী কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারী, মহিলা বিষয়ক অধিপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারী, এনজিও প্রতিনিধি সহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
অপর কৃষক-কৃষাণী গ্রুপের আরো ৩০জন প্রশিক্ষণার্থী উপজেলা ইউটিডিসি হলে প্রশিক্ষণ গ্রহণ করেন। দু’টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা সুস্থ জীবন-যাপনে সঠিক মাত্রায় খাদ্য গ্রহণে পুষ্টির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করছেন সিলেট অঞ্চল প্রধানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুছ সালেহীন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নূরুন নবী, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবল চন্দ্র বর্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নবনিতা সরকার ত্বন্নি এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশিক্ষণ প্রদান করেন।
Leave a Reply