1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আল্লামা মুকাদ্দাস আলী হুজুরের মৃত্যুতে প্রফেসার এম. ফরিদ উদ্দিনের শোক প্রকাশ দীর্ঘ ৭ বছর পর মায়ের সাথে ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেয়ার দাবীতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সুজাতুর রেজার উদ্যোগে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত সিলেট ওসমানী বিমান বন্দরে প্রফেসার এম. ফরিদ উদ্দিন’কে বিএনপি’র সংবর্ধনা প্রদান শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিঙ্গাবাড়ি ও রাজাগঞ্জ ইউনিয়নের যৌথ দ্বিবার্ষিক সম্মেলন সিলেটের জৈন্তাপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর ডাইরেক্টর সাজু চৌধুরী কানাইঘাট-জকিগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন

দুবাইতে চলছে ৬টি মহাদেশের ১৬টি দলের মধ্যে বিচ সকার ফুটবল বিশ্বকাপের আসর

  • প্রকাশের সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: দুবাইতে চলছে ৬টি মহাদেশের ১৬টি দলের অংশগ্রহণে বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ব্রাজিল বিচ সকার ফুটবল দল। যেখানে প্রতিপক্ষ ছিল ওমান। ম্যাচটিতে ৫-৩ গোলের দুর্দান্ত জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

গতকাল শুক্রবার রাত পৌনে এগারোটায় দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। বিচ সকারের নিয়ম অনুয়ায়ী, এসব ম্যাচ ১২ মিনিট করে তিনটি পিরিয়ডে ৩৬ মিনিট খেলা হয়। ওমানের বিপক্ষে এদিন প্রথম পিরিয়েডেই ৪-২ গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল।

তবে দ্বিতীয় পিরিয়ডে ঘুরে দাঁড়ায় ওমান। এই পিরিয়ডে এক গোল শোধ করে ওমান। তবে তৃতীয় পিরিয়ডে আরও এক গোল দিয়ে ব্যবধান বাড়ায় ব্রাজিল। আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এদিন ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন এদসন হাল্ক। বাকি গোল তিনটি করেন মাউরিসিনহো, কাতারিনো ও রদ্রিগো। ওমানের হয়ে তিন গোল করেন আল ফাজারি, আল সাউতি ও আল ওরাইমি। তবে হাল্ক জোড়া গোল দিলেও ম্যাচসেরা হয়েছেন ব্রাজিলের তিয়াগো বোবো।

টুর্নামেন্টে ব্রাজিলের ‘ডি’ গ্রুপে ওমান ছাড়াও আছে পর্তুগাল ও মেক্সিকো। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৮ ফেব্রুয়ারি লড়বে ব্রাজিল। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লড়বে আগামী ২০ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, বিচ সকার ফুটবল বিশ্বকাপে এর আগের ১১ আসরে ৫ বারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। দ্বিতীয় সর্বোচ্চ ৩ বারের চ্যাম্পিয়ন রাশিয়া। এছাড়া পর্তুগাল দুইবার ও ফ্রান্স একবার শিরোপা জিতেছে। লাতিন আমেরিকা থেকে এবার ব্রাজিল ছাড়াও খেলছে ব্রাজিল ও কলম্বিয়া।

টুর্নামেন্টের নিয়ম অনুয়ায়ী, ৪ দল নিয়ে গ্রুপপর্বে প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুইটি দল অর্থাৎ আটটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্দা নামবে টুর্নামেন্টের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST