1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের শফিকুল হক চৌধুরী এতিমখানায় পুনরায় দাফন হবে হারিছ চৌধুরীর মরদেহ তিন সাংবাদিক’কে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম এর অভিনন্দন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় যখন কল্পনারা উঁকি দেয় আমার ঘুমের রাজ্যতে, কেন জানিনা বেরিয়ে পড়ি আমি তোমায় খুঁজিতে সমাবেশ সফলের লক্ষে জৈন্তাপুরে ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে জামায়াতের মতবিনিময় শাহবাগ জামেয়া ক্বাসিমুল উলূম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ২৩ ডিসেম্বর সোমবার তারেক রহমান :: শুভ হউক আপনার জন্মদিন- প্রফেসর এম ফরিদ উদ্দিন শিশু মুনতাহার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবীতে কানাইঘাটে মানববন্ধন কানাইঘাটে জেলা তথ্য অফিসের উদ্যোগে বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত

মাহিকে উদ্দেশ্য করে ময়ূরী বলেছেন, নিজেকে শক্ত করো ভেঙে পরা যাবে না

  • প্রকাশের সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে আর এক ছাদের নিচে থাকছেন না তিনি। গত শুক্রবার রাতে ফেসবুকে এক ভিডিওবার্তায় বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী নিজেই। এমন খবরে অনেকেই অবাক হয়েছেন। অনেক তারকা-সহকর্মী মাহির পাশেও দাঁড়িয়েছেন। তাদেরই একজন অভিনেত্রী ময়ূরী। বিচ্ছেদের খবরে মাহিকে ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন তিনি। 

সন্তান ফারিশের জন্য হলেও ভালো থাকতে বলেছেন অভিনেত্রীকে। মাহিকে উদ্দেশ্য করে ময়ূরী বলেছেন, ‘নিজেকে শক্ত করো ভেঙে পরা যাবে না। ফারিশের জন্য তোমাকে ভালো থাকতে হবে।’

এদিকে নিজের বিচ্ছেদের খবর জানিয়ে মাহি বলেছেন, আমি-রাকিব দুজন মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

এরপর তিনি বলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ছোট বাচ্চাটাকে অনেকে অনেক কথা বলেন। ওকে নিয়ে কিছু লিখবেন না। কোনো বাচ্চাকে নিয়েই লিখবেন না। আমার আর ফারিশের জন্য দোয়া করবেন। প্রফেশন থেকে অনেক দূরে। নতুন করে কাজ শুরু করব। আমার বাচ্চাটা বড় করব। সবাই দোয়া করবেন ফারিশকে নিয়ে আমার চলার পথটা যেন মসৃণ হয়।’

তিনি আরও বলেন, আমি জানি আমার এ ভিডিও দেখে হয়তো অনেকে অনেক কথা বলবেন। অনেক রকমের বাজে কমেন্ট করবেন। এই কমেন্টগুলো আমার বুকে তীরের মতো বিধবে। কষ্ট হয়। কিছু বলি না। কিন্তু লিখেন না। আমি কষ্ট পাই।

উল্লেখ্য, ২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতে তার সঙ্গেও মাহি নিলেন বিচ্ছেদের সিদ্ধান্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST