অনলাইন ডেস্ক :: এক আয়োজন” বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন সিলেট বিভাগ আয়োজিত, বার্ষিক সিলেট বিভাগীয় বনভোজন বাংলাদেশ-ভারত সীমান্তের তামাবিল নলজুড়ি সরকারি ডাক বাংলোয় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার সিলেটের তামাবিল নলজুড়ি’তে অনিন্ধ্য সুন্দর এই বনভোজন আয়োজন করা হয়। দিনব্যাপী নানা অনুষ্ঠান এবং সন্ধ্যায় জৈন্তাপুর খাসিয়া পল্লী এবং গোয়াইনঘাট উপজেলার নকশিয়া, লামাপুঞ্জি খাসিয়া পল্লীর ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠির শিল্পীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।
অনুষ্ঠানে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মহোদয়গণ, বিভাগীয় কর্মকর্তাগণ , সকল উপজেলা নিবার্হী অফিসারগণ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।
বার্ষিক বনভোজন উপলক্ষে সিলেট জেলার সবক’টি উপজেলার ইতিহাস-ঐতিহ্য কৃষ্টি-কালচার ও সাহিত্য সংস্কৃতি নিয়ে এক প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। এই প্রদর্শনী’তে এখানে স্টলে জৈন্তাপুর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন,খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোষাক এবং বিভিন্ন উল্লেখযোগ্য পন্য সহ জৈন্তিয়া রাজ্যের ঐতিহাসিক স্থাপনার নানা চিত্র তুলে ধরা হয়েছে।
স্বাগতিক উপজেলা হিসাবে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন এই অনুষ্ঠান আয়োজন করে। উপজেলা নিবার্হী অফিসার সিদ্ধার্থ ভৌমিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন।
জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার মো: সাজেদুল ইসলাম জানান, প্রশাসনের কর্মকর্তাগণের মধ্যে রাষ্ট্রীয় কাজের দায়বদ্ধতা এবং নিজেদের মাঝে প্রাণচাঞ্চল্য ও উদ্বীপনা বাড়াতে সিলেটের প্রাকৃতিক সৌন্দয্য মন্ডিত এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, সুন্দর এই আয়োজনে আমরা চেষ্টা করেছি জৈন্তাপুর উপজেলার উন্নয়ন ও ঐতিহাসিক নিদর্শন এবং উল্লেখযোগ্য প্রসিদ্ধ পন্য জাতীয় সামগ্রি উপস্থাপন করে নিজের উপজেলার পরিচয় সবার সামনে তুলে ধরতে।
Leave a Reply